তিন তালাক দেওয়া স্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ফের বিয়ের সিদ্ধান্ত স্বামীর,কারনটা জানলে আপনিও চমকাবেন..

আবার সেই তিন তালাক। তাও আবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য। মহিলার এই দুর্দশাকে কেন্দ্র করে আবার ওঠে লোকসভায় বিতর্ক। এই তরুণী জানিয়েছেন, তিনি এই তিন তালাক মেনে নেবেন না। কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনো ভাবে হস্তক্ষেপ করেনি। তাদের মতে, এই ব্যাপারে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

উত্তর প্রদেশের রামপুরের আজিমনগরে বুধবার ২১ বছরের এক তরুণীকে তার স্বামী তাত্ক্ষণিক তিন তালাক দেন। বাধ্য হয়ে সেই তরুণীকে নিজের বাপের বাড়ি চলে যেতে হয়। তাঁর দোষ কেবল একটাই, তিনি সকালে দেরি করে ওঠেন। তালাক নিয়ে বিতর্কের সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর এই ঘটনাটি তুলে ধরেন। এরপর সেই দম্পতিকে ডেকে পাঠায় পঞ্চায়েত। তাঁরা পনর্বিবাহে সম্মত হলে হালাল বা ইদ্দাতের মাধ্যমে পনর্বিবাহের নির্দেশ দেয় পঞ্চায়েত।

Comments

Popular posts from this blog

GST নিয়ে সরাসরি Exposed কংগ্রেসকে,দেখুন সেই ভিডিও..

Big breaking news india

webs 20