সেনাবাহিনীর সুবিধার্থে এক বড় কদম মোদী সরকারের - Suprvat.in


সুপ্রভাত ডিজিটাল: এবার ভারতীয় সেনাদের সাহায্যে ভারতীয় রেল। ভারতীয় রেল এবার সাহায্য করবে ভারতীয় সেনার কিভাবে তা জেনে নিন। যে সব ট্রেনে করে সেনা ও অস্ত্রশস্ত্র যায় সেগুলির গতি আরও বাড়ানো হবে যাতে সেনাদের অস্ত্র চাহিদা মেটানো যাবে। 


 মোদী সরকারের রেল বিভাগ এমন সিধান্ত নিলেন। সেনার দাবি মেনে নির্দিষ্ট কিছু স্টেশনে শুধু সেনাবিভাগের জন্য বিশেষ লাইনের ব্যবস্থা করতে চলেছে রেল, যাতে অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তে দ্রুত অস্ত্রশস্ত্র পৌঁছনো যায়। ৭৩ দিন ধরে চলা ডোকলাম অচলাবস্থার জেরে শুধু সেনার জন্য ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। 

বর্তমানে প্রতি বছর ৭৫০ টি ট্রেন কাজে লাগিয়ে ভারতীয় সেনার অস্ত্র পৌছে দেওয়া হয়। এমন সিধান্তের কারণ জানতে চাইলে জানা যায় চিন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয় সে কথা মাথায় রেখেই সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সাহায্যে যাওয়া ট্রেনের গতি বাড়ানোর নির্দেশ সরকারের।



*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

Comments

Popular posts from this blog

Big breaking news india

webs 20

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা